Breaking News

আরও দুর্বল ভারতীয় মুদ্রা , ডলার পেরোল ৭৯ টাকা

আরও দুর্বল ভারতীয় মুদ্রা , ডলার পেরোল ৭৯ টাকা

একেই চড়া মূল্যবৃদ্ধিতে দিশাহারা সাধারণ মানুষ। তার উপরে ক্রমশ তলিয়ে যাচ্ছে টাকার দাম। বুধবার তা আরও পড়ে ফের সর্বনিম্ন হওয়ার রেকর্ড গড়েছে। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে এক ডলার ১৮ পয়সা উঠে এই প্রথম পেরিয়ে গিয়েছে ৭৯ টাকা (৭৯.০৩)। তাঁদের উদ্বেগ, অর্থনীতির কাহিল হতে থাকা পরিস্থিতিতে ভারতীয় মুদ্রা আরও দুর্বল হতে পারে। যা মানুষের ক্রয়ক্ষমতাকে আরও কমিয়ে দেবে। 



এখন প্রশ্ন হল, কতটা? সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, ডলারের সাপেক্ষে টাকার দাম দ্রুত পড়তে থাকলে রিজার্ভ ব্যাঙ্ক নিঃশব্দে ময়দানে নামে। বিদেশি মুদ্রার ভান্ডার থেকে নিয়ে ডলার ছাড়তে থাকে বাজারে। তাতে আমেরিকার মুদ্রাটির জোগান বাড়ায় পড়তে থাকে দাম। টাকার পতন আটকায়। সরকারি সূত্রের খবর, বেগতিক অবস্থা বুঝে আরবিআই মাঝেমধ্যেই সেটা করছে। 



বিশেষত ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার যেহেতু খুবই মজবুত। না হলে টাকা হয়তো এত দিনে আরও তলায় থাকত। তবে সেটা করতে গিয়ে ওই ভান্ডার দুর্বল হয়ে পড়তে পারে কি না, দানা বাঁধছে সেই ধন্দ। পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকেই টাকা নড়বড়ে। মাস ছয়েকেই পড়েছে প্রায় ৬.৩১ %। শুধু এ মাসেই পতন ১.৯৭ %। আর্থিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের দাবি, উন্নত দেশের মুদ্রা বলে ডলারে লগ্নির ঝুঁকি কম মনে করেন বিনিয়োগকারীরা। 



তার উপরে আশঙ্কা, চড়া মূল্যবৃদ্ধি এবং তাকে রুখতে সুদ বৃদ্ধির কারণে ভারতের মতো উন্নয়নশীল দেশের আর্থিক বৃদ্ধি বেশিধাক্কা খেতে পারে। যে কারণে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও এ দেশে শেয়ার বেচে বেরিয়ে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অশোধিত তেলের চড়া দাম গুনতে গিয়ে গুচ্ছ গুচ্ছ ডলার বেরিয়ে যাওয়া এবং দাম আরও বাড়বে আশা করে রফতানিকারীদের ডলার মজুত। 



তাঁর দাবি, এই সবই ডলারের চাহিদা বাড়াচ্ছে। ফলে বাড়ছে তার দাম। এ দিন বিশ্ব বাজারে অশোধিত তেল ব্রেন্ট ক্রুড়ের দাম ছিল ব্যারেল পিছু ১১৮.৩৮ ডলার। রিলায়্যান্স সিকিউরিটিজ় - এর সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট শ্রীরাম আইয়ারের দাবি, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদ বৃদ্ধি ও নগদের জোগান কমানোর আগ্রাসী নীতি বিশ্ব জুড়ে আর্থিক মন্দার আশঙ্কাকে উস্কে দিয়েছে। তার ফল টাকার পতন। 



অন্য দিকে, এইচডিএফসি সিকিউরিটিজ এর গবেষণা বিশ্লেষক দিলীপ পারমার বলছেন , টাকার দাম পড়ছে লগ্নিকারীদের ঝুঁকি এড়ানোর চেষ্টায় এবং বিশ্ব জুড়ে সমস্ত আঞ্চলিক মুদ্রার সার্বিক দুর্বলতার ধাক্কায়। তাঁর দাবি , আমেরিকার মুদ্রার বিপুল চাহিদা , কিন্তু জোগান কম রেখেছে সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ । এটাই ডলারকে এগিয়ে দিচ্ছে । টাকাকে টানছে পেছনে । 



ডলারের চড়া দামে খরচ বাড়ায় আমদানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে , আশঙ্কা রফতানিকারীদের একাংশের । তবে সংগঠন ইইপিসি - র সিনিয়র ভাইস জাতীয় স্তরের প্রেসিডেন্ট অরুণ কুমার গারোডিয়া আমদানি করে বলেন , কাঁচামাল পণ্য তৈরির পরে রফতানি করেন যে ব্যবসায়ীরা , তাঁরা ক্ষতি পুষিয়ে নেবেন । তা ছাড়া , বহু পণ্যে কেন্দ্র আমদানি শুল্ক ছাড় দিয়েছে । এতেও উপকার হবে ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. Note that on this article we won’t cowl the 바카라사이트 basics of roulette but quite the elements that make each recreation unique, assuming that you’re already acquainted with the rules of the sport. If that’s not the case, then please a glance at|try} our roulette rules article before you proceed. A on line casino experience online is about enjoyable, promotions and profit. If the casino appears on our list, you'll know the software program providers are properly licensed manufacturers supplying video games. To place bets, tap the chip worth you need, then tap the areas of the desk you wish to guess on. Some variants have a separate “Neighbors” display the place find a way to|you probably can} place bets on the racetrack.

    উত্তরমুছুন

Please do not enter any spam link in the comment box